আব্দুল্লাহ আল মাহমুদ: বই পড়তে ভালোবাসেন অথচ এই মহামারির সময়ে বাইরে গিয়ে বই কিনতে পারছেন না? আজ বলবো এমন ছয়টি এন্ড্রোয়েড অ্যাপের কথা যেগুলো দিয়ে মুঠোফোনেই পড়তে পারবেন আপনার পছন্দের বই।
রবি বইঘর
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির উদ্যোগ- ‘রবি বইঘর’। এখানে ফ্রি এবং প্রিমিয়াম দুই সেবায় বই পড়তে পারবেন। যে বইগুলো কপিরাইট ফ্রি সেগুলো বিনা টাকায় পড়ার সুযোগ রয়েছে এখানে। আর প্রিমিয়াম বইগুলো পড়তে হলে গুনতে হবে নির্দিষ্ট পরিমাম টাকা। কোন প্রিমিয়াম বই কেনার আগে সেগুলোর প্রিভিউয়ে বইয়ের কয়েক পাতা পড়ে নেওয়া যাবে। প্রিমিয়াম বইগুলো পড়তে দৈনিক এবং সাপ্তাহ ভিত্তিক প্যাকেজে সাবস্ক্রাইব করতে হবে। তবে প্যাকেজগুলো কিনতে আপনাকে অবশ্যই রবি কিংবা এয়ারটেল গ্রাহক হতে হবে। এই অ্যাপের মজাদার ফিচার হলো এতে বইয়ের লে-আউট এমনভাবে তৈরী করা হয়েছে মনে হবে আপনি সত্যিকার বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন। এছাড়া আপনার পড়া বইটি কেমন লাগলো তা রেটিংয়ের মাধ্যমে জানাতে পারবেন। রবি বইঘর অ্যাপটি ফ্রি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে।
সেই বই
বইপড়ার আরেক জনপ্রিয় অ্যাপ ‘সেই বই’। এখানেও ফ্রি এবং সাবস্ক্রিপশন দুইভাবেই বই পড়া যাবে। ইন্টারফেসের ভাষা হিসেবে বাংলা এবং ইংরেজি যে কোনটি রাখতে পারবেন। পছন্দের বইয়ে দেয়া যাবে রেটিং। বই কেনার আগে সামারি থেকে দেখে নেওয়া যাবে বইয়ের বিষয়বস্তু।
এই অ্যাপে বইগুলো বিভিন্ন ক্যাটেগরিতে সাজানো, যেমন-ঈদ স্পেশাল, সপ্তাহের নতুন বই, সেরা ফ্রি বই, জনপ্রিয় উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনি, ছোটদের নির্বাচিত বই ইত্যাদি। প্রিমিয়াম বইগুলো কিনতে পারবেন বিকাশ, নগদ, রকেট, রবি, এয়ারটেল, গুগল পে এবং ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে। গুগল প্লে-স্টোরে ফ্রিতে মিলবে অ্যাপটি।
বই সমাহার
পুরনো বই এবং ম্যাগাজিন পড়ার এক অনন্য অ্যাপ ‘বই সমাহার’। এখানে কপিরাইট ফ্রি বহু পুরনো এবং মূল্যবান বই সম্পূর্ণ ফ্রি পড়া যায় এবং বইয়ের বইগুলোর পিডিএফ ডাউনলোড করা যায়। ডাউনলোড করা বই অ্যাপেই পড়া যাবে। এই অ্যাপের সংগ্রহে রয়েছে প্রায় চার হাজারের অধিক বই এবং যার পুরোটাই ফ্রি। এই অ্যাপটিও পাবেন প্লে-স্টোরে।
বইটই
এন্ড্রোয়েড ফোনে বাংলা লেখার জনপ্রিয় কি-বোর্ড রিদমিক এর উদ্যোক্তা প্রতিষ্ঠান রিদমিক ল্যাব এর একটি উদ্যোগ ‘বইটই’। ইন্টারফেসের ভিত্তিতে সবচেয়ে আকর্ষণীয় অ্যাপ হলো বইটই। এখানেও ফ্রি এবং কিনে বই পড়া যাবে। বইগুলো বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করা। পাঠক চাইলে পছন্দের বই খুঁজতেও পারবেন। অন্যান্য অ্যাপের চেয়ে বইটই অনন্য কারণ এখানে পাঠক চাইলে বইয়ের ফন্ট নিজেই নির্ধারণ করতে পারবেন, পড়তে পারবেন পছন্দের ফন্টে। রাতে কিংবা কম আলোতে পড়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রিমিয়াম বইগুলো কেনা যাবে বইটই এর বিশেষ কার্ডে অথবা বিকাশ, নগদ, ডেবিট বা ক্রেডিট কার্ড সহ ইন্টারনেট ব্যাংকিয়ের মাধ্যমেও।
প্রতিবছর একুশে বইমেলায় শুধুমাত্র অ্যাপের প্রচারের জন্য ‘বইটই’ স্টল বরাদ্দ দেয়।
পুথিকা
বইপড়ার আরেকটি জনপ্রিয় অ্যাপ ‘পুথিকা’। এখানে বইয়ের পাশাপাশি অডিওবুকও পাওয়া যায়। পাঠক নিজের ইচ্ছে মতো ফন্ট নির্ধারণ এবং রঙ পরিবর্তন করতে পারবেন। বই সাজানো আছে ফিকশন, নন-ফিকশন, ক্ল্যাসিক, পলিটিক্স ইত্যাদি ক্যাটাগরিতে।
মুঠোবই
বই কেনার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রকমারি ডট কমের উদ্যোগ ‘মুঠোবই’। এখানে কপিরাইট মুক্ত ফ্রি বই ছাড়াও সর্বশেষ প্রকাশিত অনেক বইও কেনা যাবে নির্দিষ্ট দামে। বই কেনার আগে প্রিভিউ থেকে ধারণা নেওয়া যাবে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে। দেওয়া যাবে পছন্দের বইয়ের রিভিউও। এই অ্যাপের ইন্টারফেস অনেকটা রকমারি ডট কমের মতোই। বই কেনা যাবে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সহ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে।