প্রফেসর ডঃ মোঃ সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে যোগদান করেছেন। গত ৮মে ২০২১ তিনি বিদায়ী সভাপতি ডঃ কাজী মোস্তাক গাউসুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেন।
ডঃ সাইফুল ইসলাম ২০০৩ সালে প্রভাষক হিসেবে বিভাগে যোগদান করেন। এরপর ২০০৭ সালে সহকারি অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপকে উন্নীত হন। তিনি ২০১২ সালে Japan Advanced Institute of Science and Technology (JAIST) এর Graduate School of Knowledge Science হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন নামী জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
লাইব্রেরিয়ান ভয়েসের পক্ষ থেকে ডঃ মোঃ সাইফুল ইসলাম স্যারকে জানাই উষ্ণ অভিনন্দন।